নির্বাচনের আগে সরকারকে তিনটি শর্ত পূরণ করতে হবে : জামায়াত আমির

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৪:১৯
-68035ce3272aa.jpg)
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : বাংলাদেশের খবর
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে সরকারকে তিনটি শর্ত পূরণ করতে হবে—সংস্কার, বিচার এবং একটি প্রশ্নবিদ্ধহীন নির্বাচন।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাট কালেক্টরেট মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আগে জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না।’
শফিকুর রহমান বলেন, ‘হাজারো প্রাণ, পঙ্গুত্ব ও রক্তের বিনিময়ে দেশে যে পরিবর্তন এসেছে। তার পরিণতিতে এখন প্রয়োজন সংস্কার। এ সংস্কারের মূল অংশীদার রাজনৈতিক দলগুলো। তারা যত আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করবে, তত দ্রুত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে।’
তিনি আরও বলেন, ‘সংস্কার না হলে মানুষের প্রত্যাশা পূরণ হবে না। তখন দায় নিতে হবে রাজনৈতিক দলগুলোকে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের দাবি—গণহত্যাকারীদের বিচার, ২০২৪ সালের শহীদ পরিবারের পুনর্বাসন, পঙ্গু ও আহত তরুণদের চিকিৎসা এবং ১৫ বছরের জঞ্জালের মৌলিক সংস্কার। এসব ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘জনগণ এখন একটাই বিষয় অগ্রাধিকার দিচ্ছে—গণহত্যার বিচার। এর বাইরে কিছু ভাবার সুযোগ নেই।’
সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জামায়াতের আমির আবু তাহের। এ ছাড়া বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা সেক্রেটারি ফিরোজ হায়দার লাভলু, মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম রাজুসহ অন্যান্য শীর্ষ নেতারা।
রাহেবুল ইসলাম টিটুল/এআরএস