Logo

রাজনীতি

বাংলাদেশকে জীবন্ত কারাগারে রূপান্তর করা হয়েছিল : জামায়াত আমির

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৫:৪৭

বাংলাদেশকে জীবন্ত কারাগারে রূপান্তর করা হয়েছিল : জামায়াত আমির

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গত ১৫ বছরে দেশের মানুষ কথা বলার অধিকার হারিয়েছে, বেঁচে থাকার অধিকার হারিয়েছে, কর্মসংস্থানের সুযোগ হারিয়েছে, এমনকি সম্মানও হারিয়েছে। বাংলাদেশকে জীবন্ত কারাগারে রূপান্তর করা হয়েছিল।’

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাটে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদের পতন ঘটলেও ফ্যাসিবাদী চক্র এখনো সক্রিয়। একটি গোষ্ঠী চাঁদাবাজিতে ব্যস্ত। জনগণ চায় চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ।’

আওয়ামী লীগ সরকারের সময়ে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘৫৪ বছরে কোনো সরকারই মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আমরা সবাই বাংলাদেশি—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কোরআনের আলোকে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।’

জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি জেনারেল ফিরোজ হায়দার লাভলু।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ আলী ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল প্রমুখ।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর