নাটোরে রিজভী
‘শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছেন’

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৬:১৮
-680378778f966.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছেন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন।’
শনিবার (১৯ এপ্রিল) নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনায় শহীদ জিয়াউর রহমান আমাদের পথ দেখিয়েছেন। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি জনসম্পৃক্ত দল হিসেবে সুসংগঠিত হয়েছে। বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র টেকেনি। যারা ষড়যন্ত্র করেছে তারা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে।’
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সংসদে বসেই যেসব সংস্কার হয়েছে, তা এখন আবার কেন আলোচনায়? সংস্কার একটি রাজনৈতিক অঙ্গীকার। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে যে দল আসবে, তারাই বাকি সংস্কার করবে। আট মাস হয়ে গেছে, ডিসেম্বরে নির্বাচন দেয়ার কথা—তাহলে দেরি কেন? দেরি হলে মানুষ হতাশ হবে।’
ভারতের প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে একটি গোষ্ঠী সক্রিয় ছিল। শেখ হাসিনা ভারতকে যা দিয়েছেন, সে কারণে ভারত তাকে টিকিয়ে রাখতে মরিয়া। দেশের টাকা পাচার, মানুষ খুন—এসবেও ভারত তার পাশে থেকেছে। আজ দেশের মানুষ বুঝতে পারছে কেন হাসিনাকে আঁকড়ে ধরেছে তারা।’
তিনি আরও বলেন, ‘সুশীল সমাজই জিয়া পরিষদ। সমাজের সব শ্রেণির মানুষ এতে যুক্ত। নাটোরের জিয়া পরিষদ তৃণমূলে গিয়ে কমিটি গঠন করে প্রমাণ করেছে—এটা একটি গণমুখী সংগঠন।’
সেমিনারে সভাপতিত্ব করেন জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহ্ মো. শফিকুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আরও বক্তব্য দেন—জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ড. এমতাজ হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জিয়া পরিষদের রাজশাহী বিভাগের সম্পাদক ফরিদুল ইসলাম, রাজশাহী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।
মেহেদী হাসান তানিম/এআরএস