নারীবিষয়ক সুপারিশমালা বাতিলের দাবি জামায়াতের

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৭:৫০

নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা অবিলম্বে বাতিলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২০ এপ্রিল) রাতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, কমিশনের এ সুপারিশমালা পবিত্র কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং ইসলাম ও মুসলিম পরিচয়ের ওপর সুপরিকল্পিত আঘাত।
তিনি বলেন, কমিশনের প্রস্তাবিত সুপারিশের মাধ্যমে দেশের ধর্মীয় ভারসাম্য, পারিবারিক কাঠামো ও সামাজিক স্থিতিশীলতাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। বিশেষ করে নারী-পুরুষের সমান সম্পত্তি প্রদানের প্রস্তাব, মুসলিম উত্তরাধিকার আইন বাতিলের সুপারিশ এবং বিয়ে ও যৌনতা বিষয়ে ইসলামবিরোধী ব্যাখ্যা দেশীয় ধর্মীয় মূল্যবোধের সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক।
বিবৃতিতে তিনি বলেন, সুপারিশমালায় যেভাবে যিনাকে স্বাভাবিক হিসেবে তুলে ধরা হয়েছে এবং বিয়েকে নিরুৎসাহিত করা হয়েছে, তা কুরআনের মৌলিক শিক্ষার বিরোধী। এটি সমাজে অস্থিরতা সৃষ্টি করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জামায়াতে ইসলামীর মতে, কমিশনের নবম পৃষ্ঠায় প্রস্তাবিত সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের উদ্যোগ ধর্মীয় স্বাধীনতার ওপর গুরুতর হস্তক্ষেপ।
জাতিসংঘের সিডাও (CEDAW) সনদের কিছু ধারা ইসলামবিরোধী দাবি করে দলটি বলেছে, এতে বিয়ে, অভিভাবকত্ব ও পারিবারিক ভূমিকার ইসলামী ধারণাগুলোকে বাতিল করা হয়।
তিনি আরও বলেন, ইসলাম নারী ও পুরুষের মর্যাদায় সমতা দিলেও তাদের প্রাকৃতিক ভূমিকা আলাদা। কিন্তু কমিশনের সুপারিশে নারী-পুরুষের ভূমিকা এক করে দেওয়ার যে প্রস্তাব এসেছে, তা ইসলামী সমাজব্যবস্থার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক পরওয়ার বলেন, ‘ধর্মপ্রাণ জনগণের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপারিশমালাটি অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে।’ একই সঙ্গে এ সুপারিশ প্রণয়ন প্রক্রিয়ার নেপথ্য কুশীলবদেরও জনসমক্ষে আনতে হবে বলে দাবি জানান তিনি।
এমবি