Logo

রাজনীতি

জুলাই হত্যার বিচার জনগণের প্রাণের দাবি

সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৭:০২

জুলাই হত্যার বিচার জনগণের প্রাণের দাবি

জুলাই-আগস্টসহ বিগত সরকারের আমলে সংঘটিত সকল হত্যার বিচার জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, ১৯৭১ সালের বিচার যদি ৫২ বছর পর হতে পারে, তাহলে বিগত ফ্যাসিবাদের হত্যাকাণ্ডের বিচার নিয়ে গড়িমসি কোনোভাইে কাম্য নয়। 

সোমাবার (২১ এপ্রিল) কুমিল্লার মুরাদনগর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুরাদনগর উপজেলা শাখা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, এখনো সারাদেশে চাঁদার দাবিতে অনেক হত্যাকাণ্ডের ঘটনা হচ্ছে। খুন-ধর্ষণ, অপহরণের ঘটনা ঘটেই যাচ্ছে। এদেরকেও বিচারের মুখোমুখি করা উচিত। আইনের শাসন প্রতিষ্ঠার এখনই সময়। খুনি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ ও লুটেরাদের রাজনীতিতে নিষিদ্ধ করতে না পারলে বিগত সময়ের রাজনীতি ফের চালু হবে। এতে জনগণের কোনো কল্যাণ হবে না। অথচ দেশের সাধারণ জনগণ অতীতের রাজনীতিতে ফিরে যেতে চায় না।

আজকের সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি মুহাম্মদ মামুনুর রশিদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলা সভাপতি ছাত্রনেতা মূসা হায়দারের সভাপতিত্বে এবং সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন মুরাদনগর উপজেলা সহ-সভাপতি মোহাম্মদ হোসেন মোল্লা, সেক্রেটারি হাজী আবদুল করিম, শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, যুবনেতা ও উপজেলা সভাপতি মাওলানা এমএম শোয়াইব হোসাইন, রিফাত হোসেন। 

সম্মেলন শেষে মূসা হায়দারকে সভাপতি, সাইফুল ইসলামকে সহসভাপতি, মুহাম্মদ নেছার উদ্দিনকে সাধারণ সম্পাদক ও হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৫ সেশনের জন্য উপজেলা ছাত্র আন্দোলন কমিটি ঘোষণা দেন প্রধান অতিথি। পরে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর