
নির্বাচনের জন্য আন্দোলনের দরকার নেই বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জমান দুদু।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি’ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
দুদু বলেন, ‘ড. ইউনুস ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছেন। আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই।’
তিনি বলেন, ‘৩১ দফা বিএনপির একার দফা না। বিএনপি কী করবে ক্ষমতায় গেলে, সে প্রসঙ্গ ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই।’
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আকরামুল হাসান মিন্টু ও ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারষণ সম্পাদক মাহমুদা হাবিবা প্রমুখ।
কর্শালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান।
বিকেল সাড়ে ৪টায় কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ফজলুল করিম ফারাজী/এমজে