ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২০:৪১
-680a4d9ae2b14.jpg)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দাবি নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই। ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।’
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের ইএসডিওর জয়নাল আবেদীন মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘মতপার্থক্য থাকতেই পারে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। এসব অধিকার বিঘ্নিত হলে দেশ এগোবে না।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোট পেতে হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে। সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে হলে সেটি বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন প্রয়োজন। বিএনপি আজ প্রতিজ্ঞাবদ্ধ—গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার যেকোনো মূল্যে প্রতিষ্ঠা করতে হবে।’
বিগত সরকারের সমালোচনায় তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদী আমলে দেশের বিচারব্যবস্থা, অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে। এই পরিস্থিতি অনেকটা ডায়াবেটিসের মতো—ভেতর থেকে নিঃশেষ করে দিয়েছে।’
কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
কর্মশালায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
আবু সালেহ/এআরএস