Logo

রাজনীতি

কলেজের ফটক-ফুটপাত থেকে চাঁদা তোলেন ছাত্রদল নেতা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৬:৫৯

কলেজের ফটক-ফুটপাত থেকে চাঁদা তোলেন ছাত্রদল নেতা

ছবি : বাংলাদেশের খবর

ফেনী সরকারি কলেজের প্রধান ফটক ও সড়কের ফুটপাত থেকে প্রতি মাসে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা জিল্লুর রহমানের বিরুদ্ধে। তিনি ফেনী কলেজ ছাত্রদলের যুগ্মআহবায়ক ও জেলা ছাত্রদলের সহসম্পাদক। 

এ ব্যাপারে স্থানীয় দোকানিরা ক্ষোভ প্রকাশ করলেও, হয়রানি কিংবা দোকান তুলে দেওয়ার ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। 

সরেজমিনে জানা গেছে, কলেজের প্রধান ফটকের সামনে সড়কে ফুটপাতে প্রতিদিন বিকেলে ফুচকা, আইসক্রিম ও শরবতসহ বিভিন্ন খাবারের দোকান বসে। দোকানগুলো থেকে জিল্লুর রহমান প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা আদায় করেন। প্রতি মাসে প্রায় ১৫ হাজার টাকায় পরিণত হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকানদার জানিয়েছেন, জিল্লুর রহমান ছাত্রদল সম্পর্কিত একটি চাঁদাবাজি চক্রের সাথে যুক্ত এবং কলেজের নিরাপত্তা প্রহরী রবিউল হক মিলন চাঁদার টাকা সংগ্রহ করেন। রবিউল হক মিলন বিষয়টি স্বীকার করলেও, জিল্লুর এই টাকা আদায়ের উদ্দেশ্য বা কার জন্য নেওয়া হচ্ছে তা প্রকাশ করতে চাননি।

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিক বলেন, ‘চাঁদাবাজির ঘটনায় ছাত্রদলের কোনো সদস্যের জড়িত হওয়ার বিষয়ে জানি না। সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেলে জেলার নেতৃবৃন্দকে জানাব।’

এম. এমরান পাটোয়ারী/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর