Logo

রাজনীতি

মিয়ানমারের জন্য করিডর ইস্যু

আমরা আরেকটা গাজা হতে চাই না : মির্জা ফখরুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ২১:৫৩

আমরা আরেকটা গাজা হতে চাই না : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আর যুদ্ধ দেখতে চাই না।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে গণ-সংযোগের অংশ হিসেবে পথসভায় এ মন্তব্য করেন তিনি।

মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডর দেওয়ার বিষয়ে বাংলাদেশের অন্তর্বতী সরকার যে নীতিগত সম্মতি দিয়েছে, সেই প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আরাকানদের সাথে যোগাযোগের জন্য হিউম্যানিটিরিয়ান প্যাসেজ নিয়ে ইউনুস সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, সকল রাজনৈতিক দলের সাথে বসে সরকারের সে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।

সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার কী? আমি বুঝি না। আমি বুঝি গণতন্ত্র, আমি বুঝি মানুষের অধিকার। ইউনুস সরকারের প্রধান দায়িত্ব একটা নির্বাচন করা। সবাই মিলে আমরা অধ্যাপক ইউনুস সরকারকে দায়িত্ব দিয়েছি।

দেশের স্বার্থে, মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করা আপনাদের উচিৎ। নির্বাচনের সঠিক দিনক্ষণ ও সঠিক রোডম্যাপ দেন অতি শীঘ্রই। এদেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায়।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর