Logo

জাতীয়

অপকর্ম বন্ধ করুন, নইলে আ.লীগের মতো পরিস্থিতিতে পড়বেন : মির্জা ফখরুল

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৯:৩৮

অপকর্ম বন্ধ করুন, নইলে আ.লীগের মতো পরিস্থিতিতে পড়বেন : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : বাংলাদেশের খবর

অপকর্ম বন্ধ করুন, নইলে আওয়ামী লীগের মতো পরিস্থিতিতে পড়তে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৯) এপ্রিল বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগে বক্তব্যকালে নেতাকর্মীদের উদ্দেশ্য করে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে। এতে মানুষ ভালোবাসবে না। দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে যাতে জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করে অথচ বা পুলিশের হাতে তুলে দেয়। তাই অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই ফ্যাসিবাদী সরকারের থেকে ১১১ টা মামলা খেয়েছি ১১বার জেল খেটেছি, খালেদা জিয়া ৬ বছর জেল খেটেছি। দেশের প্রত্যেকটি জেলার মানুষকে মামলা দিয়েছে। আমরা দেশে ছিলাম পালিয়ে যাই নি, মামলায় লড়েছি । শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন পারলে দেশে এসে মামলা লড়েন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশ থেকে সমস্ত টাকা পাচার করেছে। এক টাকা দুই টাকা নয় ২৬ লাখ কোটি টাকা। যেটা দিয়ে বাংলাদেশে ৫ থেকে ৬টা পদ্মা সেতু তৈরি করা যেত।’

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, উপজেলার সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ জেলার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবু সালেহ/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর