Logo

রাজনীতি

বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না নিজাম, খোঁজ নিতে বললেন তারেক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫০

বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না নিজাম, খোঁজ নিতে বললেন তারেক

বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না বলে পণ করা নিজাম উদ্দিনের খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে বিএনপির মিডিয়া সেল পেজ থেকে এক পোস্টে এ কথা জানানো হয়।

পোস্টে জানানো হয়, দীর্ঘদিন না খেয়ে থাকা আর নিয়মিত ধূমপান করায় শারীরিক অবস্থা ভালো নেই নিজাম উদ্দিনের। ডাক্তাররা সন্দেহ করেছেন, তার ক্যানসারের লক্ষণ হতে পারে। এর মধ্যে কিছু টেস্ট করানো হয়েছে। আগামী ৭ দিন পর মেডিকেল টেস্ট রিপোর্ট দেখে বোঝা যাবে তার শারীরিক অবস্থা কেমন। 

বর্তমানে নিজাম উদ্দিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

অসুস্থতার এমন খবর জেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি প্রতিনিধিদলকে নিজাম উদ্দিনের সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে, বুধবার বেলা ১২টায় নিজাম উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ফরিদপুরে যাবেন।

উল্লেখ্য, ২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রান্না করা খাবার মাটিতে ফেলে নষ্ট করে দিয়েছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাই রাগ করে একদিন বা দুই দিন না, টানা এগারো বছরের বেশি সময় ধরে ভাত খান না নিজাম উদ্দিন।

দীর্ঘদিন পণ করে থাকা নিজাম উদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর