Logo

রাজনীতি

মে দিবস

শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর দাবি জাগ্রত পার্টির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২২:০০

শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর দাবি জাগ্রত পার্টির

‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস পালিত হবে। এই উপলক্ষে শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে নতুন বেতন কাঠামো ঘোষণাসহ বেশ কিছু দাবি জানিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান এসব দাবি জানান।

ইকরামুল হক খান বলেন, ‘শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরি কমিশন গঠন ও শ্রম আইন যুগোপযোগী করে প্রণয়ন করা জরুরি।’ 

তিনি বলেন, ‘শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রমিক-মালিক সৌহার্দ্য বজায় রেখে নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে দুর্ঘটনায় অক্ষমতা, মৃত্যু, দুরারোগ্য ব্যাধি ও শ্রমিকদের সন্তানের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।’ বিশেষ করে রপ্তানিমুখী গার্মেন্টস খাতসহ সব খাতের শ্রমিকদের জন্য একটি কেন্দ্রীয় তহবিল গঠনের দাবি জানান তিনি।

চেয়ারম্যান বলেন, ‘সব সেক্টরে শ্রমিকদের বেতন-ভাতা বাড়াতে হবে। এ লক্ষ্যে অন্তর্বর্তীসরকারের সঙ্গে একযোগে কাজ করতে আমরা প্রস্তুত।’

মহান মে দিবস উপলক্ষে তিনি দেশ-বিদেশের সকল স্তরের শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এইচকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর