ইসলামের ন্যায়ভিত্তিক দৃষ্টিভঙ্গি প্রয়োগে শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব
রফিকুল ইসলাম আইনী, এনসিপি নেতা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ মে ২০২৫, ১৫:২৯
-68133efd2804d.jpg)
রফিকুল ইসলাম আইনী
ইসলামের ন্যায়ভিত্তিক দৃষ্টিভঙ্গি সমাজে বাস্তবায়ন করতে পারলে শ্রমিকদের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) রফিকুল ইসলাম আইনী।
বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশের খবরের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ইসলাম শ্রমিকদের যে মর্যাদা ও অধিকার দিয়েছে, তা শুধু মানবিক নয়; বরং ঈমানের অংশ হিসেবে বিবেচিত।
তিনি আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজ হাতে কাজ করতেন, কাঁধে মাল বহন করতেন এবং সাহাবিদেরও শ্রমের মর্যাদা বোঝাতেন।
তিনি হাদিস উদ্ধৃত করে বলেন, তোমাদের কেউ যদি কাঠ কেটে এনে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে, তবে তা মানুষের কাছে হাত পাতা থেকে উত্তম।
এ ছাড়াও ইবনে মাজাহ শরিফের হাদিসের উদ্ধৃতি দিয়ে রফিকুল ইসলাম আইনী উল্লেখ করেন যে, তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও। তার মতে- এই নির্দেশনা ইসলামে শ্রমিকদের প্রতি গভীর দায়িত্ববোধ ও সহানুভূতির প্রতিফলন।
রফিকুল ইসলাম আইনী বলেন, বর্তমান সমাজে শ্রমিকরা নানা অনিয়ম, শোষণ ও অবহেলার শিকার হচ্ছেন। অথচ ইসলাম চায়, শ্রমিক ও মালিক পরস্পরের প্রতি দায়িত্বশীল হোক, ইনসাফ প্রতিষ্ঠিত হোক।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইসলামের শিক্ষা যদি ব্যক্তি ও সমাজজীবনে কার্যকরভাবে প্রয়োগ করা যায়, তবে একটি ন্যায়ভিত্তিক ও মর্যাদাপূর্ণ শ্রমজীবী সমাজ গঠন সম্ভব।
ডিআর/বিএইচ