‘অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ড’

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ মে ২০২৫, ১৭:২৭

বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান অভিযোগ করেছেন, গাজীপুরে আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা মাওলানা রইস উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সুনাম ক্ষুণ্ণ করে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।
বৃহস্পতিবার (১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইকরামুল হক বলেন, ‘নোবেলজয়ী ড. ইউনূসের আন্তর্জাতিক স্বীকৃতির প্রেক্ষাপটে যখন বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত নির্বাচনের পথে অগ্রসর হচ্ছে, তখনই একটি দুষ্টচক্র শান্তিপ্রিয় সূফী নেতাকে নির্মমভাবে হত্যা করেছে।’
তিনি অভিযোগ করেন, ২৬ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে এক শান্তিপূর্ণ সমাবেশ শেষে গাজীপুরে ফেরার পর রইস উদ্দিনকে তার বাসা থেকে ডেকে নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা।
তিনি আরও বলেন, ‘মিথ্যা অভিযোগে তাকে থানায় আটকে রেখে চিকিৎসাবঞ্চিত করা হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এই আচরণ ফ্যাসিবাদী আমলের নির্দয়তারই প্রতিচ্ছবি।’
ইকরামুল জানান, ২৮ এপ্রিল গাজীপুর তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মাওলানা রইস উদ্দিন মারা যান। তিনি বলেন, ‘সুন্নি মতবাদের একজন আলেমকে হত্যার মাধ্যমে একটি চক্র বাংলাদেশের ধর্মীয় সহনশীলতা নষ্ট ও সুন্নি আদর্শ বিলুপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে জাগ্রত পার্টির চেয়ারম্যান বলেন, ‘সন্ত্রাসীদের মোকাবিলায় সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, নইলে সরকারের অর্জন ম্লান হয়ে যাবে।’ তিনি দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান।
এইচকে/