Logo

রাজনীতি

শ্রমিকের অধিকার নিশ্চিতে মজুরি কমিশন গঠনের আহ্বান জাগ্রত পার্টির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৫, ১৭:৪৪

শ্রমিকের অধিকার নিশ্চিতে মজুরি কমিশন গঠনের আহ্বান জাগ্রত পার্টির

মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশ জাগ্রত পার্টির নেতারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। দলটির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ বলেন, ‘শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একটি নতুন মজুরি কমিশন গঠন এবং বেতন কাঠামো পুনর্গঠনের প্রয়োজন রয়েছে।’

বৃহস্পতিবার (১ মে) ঢাকার কারওয়ান বাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের পাশাপাশি বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে মে দিবসের শুভেচ্ছা জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাগ্রত পার্টির উপদেষ্টা ড. ফুরকান উদ্দিন বলেন, ‘শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইনকে যুগোপযোগী করতে হবে।’ তিনি ২০১৮ সালের শ্রম (সংশোধন) আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রেসিডিয়াম সদস্য আব্দুল অদুদ বলেন, ‘প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের দুর্ঘটনায় আহত বা মৃত্যুর পর তাদের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করতে হবে।’ তিনি শ্রমিকদের চিকিৎসা, সন্তানদের উচ্চশিক্ষা ও জরুরি সহায়তার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দীন বলেন, ‘রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিকদের কল্যাণে কেন্দ্রীয় তহবিল গঠন করা প্রয়োজন।’ তিনি এই সহায়তা অব্যাহত রাখার কথাও বলেন।

দলের মুখপাত্র কাজী শামসুল ইসলাম বলেন, ‘সব সেক্টরের শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর সময় এসেছে। আমরা দেশের শ্রমজীবী জনগণের প্রতি সম্মান জানিয়ে দাবি জানাচ্ছি, শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাস্তব পদক্ষেপ গ্রহণ করুক সরকার।’ তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল শ্রমিক-কর্মচারীদের মে দিবসের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাবেদ ইকবাল, মোহাম্মদ মিঠু, সাইফউদ্দিন, বাদল খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এইচকে/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর