Logo

রাজনীতি

খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ ঘোষণা

Icon

বিবিসি

প্রকাশ: ০১ মে ২০২৫, ২০:৫৬

খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ ঘোষণা

প্রায় চার মাস পর আগামী ৫ মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূসহ ৪ মে লন্ডন থেকে তার রওনা দেবার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য এবিএম জাহিদ হোসেন বিবিসি বাংলাকে একথা জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা সৈয়দা শামিলা রহমান এবং এবিএম জাহিদ হোসেনও দেশে ফিরবেন।

জাহিদ হোসেন বলেন, মিসেস জিয়ার স্বাস্থ্যের চূড়ান্ত পরীক্ষাগুলো হচ্ছে এবং শুক্রবারের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে।

শারীরিক দিক থেকে মিসেস জিয়া অনেক ভালো আছেন বলেও জানান তিনি।

এর আগে এ বছরের ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান তিনি।

৭৯ বছর বয়স্ক বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্‌রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সেখানে তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর