Logo

রাজনীতি

ইসলামী নীতি বাস্তবায়নেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব

মোসাদ্দেক বিল্লাহ মাদানী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৫, ২০:৪৪

ইসলামী নীতি বাস্তবায়নেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই।

বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর পূর্ব আয়োজিত এক শ্রমিক সমাবেশে যাত্রাবাড়ী চৌরাস্তায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও শ্রমিকরা প্রকৃত ন্যায্যতা পায়নি। বেতন বাড়লেও মূল্যস্ফীতির কারণে প্রকৃত আয় কমে গেছে। ইসলামভিত্তিক রাষ্ট্রীয় কাঠামো ছাড়া শ্রমিকের মুক্তি সম্ভব নয়।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও শ্রমিক আন্দোলনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মুহাম্মদ শাহাদাত হোসাইন।

সভায় সভাপতিত্ব করেন নগর সভাপতি মো. রমজান আলী এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মো. রাসেল আকন। আরও বক্তব্য রাখেন হাফেজ ওবায়দুল্লাহ বরকত, নূরে আলম নকীব, ওমর ফারুক, শফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেন নান্নু মুন্সি প্রমুখ।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর