Logo

রাজনীতি

মাওলানা রইস হত্যাকাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে জাগ্রত পার্টির একাত্মতা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১২:৩৮

মাওলানা রইস হত্যাকাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে জাগ্রত পার্টির একাত্মতা

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দীন কাদেরী হত্যাণ্ডের প্রতিবাদে ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ জাগ্রত পার্টি।

শনিবার (৩ মে) এক বিবৃতিতে জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান বলেন, ‘আহলে সুন্নাত ওয়াল জামাআতের সব কর্মসূচির সঙ্গে আমরা একমত। জাগ্রত পার্টির সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা এসব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিন।’

আগামী সোমবার (৫ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা-উপজেলা পর্যায়ের সড়ক ও মহাসড়কে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক ও বর্তমান নেতাকর্মী, সুন্নী জনতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী জনতাকে এ কর্মসূচি সফল করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জাগ্রত পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না। আমাদের বিশ্বাস, অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই তৃতীয় পক্ষ মাওলানা রইস উদ্দীনকে হত্যা করেছে।’

উল্লেখ্য, আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে ৩ মে চট্টগ্রামের লালদীঘি চত্বরে এক প্রতিবাদ সমাবেশ এবং ৪ মে ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি পালনের কথা রয়েছে। পাশাপাশি ছাত্রসেনার অন্যান্য কর্মসূচিও চলমান থাকবে। শহীদ রইস হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাগ্রত পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর