Logo

রাজনীতি

সংস্কারের নামে সরকার দীর্ঘায়িত করা যাবে না : মঈন খান

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৫, ২০:২৫

সংস্কারের নামে সরকার দীর্ঘায়িত করা যাবে না : মঈন খান

ছবি : বাংলাদেশের খবর

সংস্কারের অজুহাতে সরকারকে দীর্ঘায়িত করতে চাওয়া গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শনিবার (৩ মে) বিকেলে নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক দল পলাশ–ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির আয়োজনে শ্রমিক জনতার সমাবেশে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার কখনোই স্থায়ী সরকার হতে পারে না।’ তিনি বলেন, ‘বর্তমান সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে। সেই আস্থার প্রতি সম্মান দেখাতে হবে।’

তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে শিল্পখাতে লুটপাট ও শ্রমিক স্বার্থ উপেক্ষার অভিযোগ রয়েছে। এ সময় জনগণের ভোটাধিকার, মানবাধিকার ও অর্থনৈতিক অধিকার নিশ্চিতের দাবিও জানান তিনি।

একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশের ১৮ কোটি মানুষকে গণতন্ত্রে ফেরানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দল পলাশ–ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির সভাপতি আল–আমিন ভূঞা।

এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা নেছার খান, ছাত্রদল নেতা নাজমুল হোসেন সোহেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

সুমন রায়/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর