
খালেদ জিয়ার বাসভবন ফিরোজার সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে /ছবি : বাংলাদেশের খবর
চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে আজ দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছাবেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে ফিরোজা ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
মঙ্গলবার (৬ মে) সকাল থেকেই খালেদা জিয়ার বাসভবন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। গুলশানের অভিজাত এই এলাকার গুরুত্বপূর্ণ সব প্রবেশপথে তল্লাশি ও নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে।
বিশেষ নজরদারির অংশ হিসেবে ফিরোজার নিরাপত্তায় অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন রয়েছে। গুলশান এলাকাজুড়ে সেনা সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গুলশান থানা সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকেই ফিরোজার সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র পায়ে হেঁটে চলাচলের ক্ষেত্রে সীমিত ছাড় দেওয়া হয়েছে। এলাকায় সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী।
এর আগে, সোমবার লন্ডনের গ্রিনিচ সময় বিকেল ৪টা ১০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রদত্ত বিশেষ রাজকীয় বিমান (আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স) যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। যাত্রাপথে দোহা বিমানবন্দরে বিরতি শেষে আজ বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
এ সফরে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তার দুই পুত্রবধূ—ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
এনএমএম/ওএফ