Logo

রাজনীতি

মায়ের সাথে দেখা করে ‘মাহবুব ভবনে’ জুবাইদা

Icon

বাংলাদেশের ‍প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ২৩:৪৩

মায়ের সাথে দেখা করে ‘মাহবুব ভবনে’ জুবাইদা

জুবাইদা রহমান মাহবুব ভবনে পৌঁছালে তার মায়ের প্রতিষ্ঠিত ‘সুরভী’-এর শিশুরা তাকে স্বাগত জানায় /ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ধানমন্ডিতে তার বাবার বাড়ি দেখতে ধানমন্ডির ‘মাহবুব ভবনে’ গেছেন।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ থেকে একটি প্রাইভেটকারে স্কয়ার হাসপাতালে যান তিনি। সেখানে কয়েক ঘন্টা মায়ের সঙ্গে সময় কাটিয়ে মাহবুব ভবনে যান।

জোবাইদা রহমান স্কয়ার হাসপাতালে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি  বিএনপির কর্মীসহ উৎসুক জনতা সেখানে ভিড় করেন।

জোবাইদা রহমানের আগমনকে ঘিরে মাহবুব ভবনে বাড়ানো হয় নিরাপত্তা। ভবনের সামনের দেয়ালে কাঁটাতারের বেড়া বসানোর পাশপাশি লাগানো হয় সিসিটিভি ক্যামেরা।

এর আগে, সকাল ১০টা ৪০ মিনিটে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ১৭ বছর পর দেশে ফেরেন ডা. জুবাইদা রহমান।

১৭ বছর আগে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন জুবাইদা রহমান।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই মামলায় ২০২৩ সালে ঢাকার একটি আদালত জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে আদালতের দেওয়া ওই রায় স্থগিত করা হয়।

এদিকে জানা গেছে, গত ২ মে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর পান্থপথ এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী ইকবাল মান্দ বানুকে। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

ডিআর/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর