-681b107880fe9.jpg)
তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান
সরকারি চাকরি ফিরে পাচ্ছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সব প্রক্রিয়া শেষে দুয়েকদিনের মধ্যে তার চাকরি পুনর্বহালের আদেশ জারি করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র। মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব এ কে এম ফজলুল হক বলেন, ডা. জোবাইদা রহমান মঙ্গলবার দেশে ফিরেছেন। তিনি সরকারি চাকরি ফিরে পাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব প্রক্রিয়াধীন। দুয়েকদিনের মধ্যে আদেশ জারি করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডা. জোবাইদা রহমান চিকিৎসকদের সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ১৯৯৫ সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। তবে ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে চলে যান তিনি।
এরপর ছুটি বিধিমালা অনুযায়ী দেশে ফেরত আসতে না পারায় চাকরি থেকে তাকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
- ডিআর/এটিআর