-681d90959129c.jpg)
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনের সড়ক। শুক্রবার (৯ মে) সকাল থেকেই সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করছে ছাত্র ও সাধারণ জনগণ।
বিক্ষোভকারীদের দাবি, আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ না করলে দেশে স্থায়ী শান্তি আসবে না। তারা অভিযোগ করেন, বর্তমান ‘ইন্টেরিম’ সরকার কার্যত আওয়ামী লীগের রক্ষাকবচ হিসেবে কাজ করছে।
বিক্ষোভ থেকে ছুঁড়ে দেওয়া হচ্ছে একের পর এক স্লোগান, ‘বাহ ইন্টেরিয়াম চমৎকার, আওয়ামী লীগের পাহারাদার’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘খুনি লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ক্ষমতা না জনতা; জনতা জনতা’, ‘ব্যান কর ব্যান কর; আওয়ামী লীগ ব্যান কর’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’।
এদিকে, বাদ জুমা শাহবাগ থেকে বাংলামোটর অভিমুখে ‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে’ বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, সর্বদলীয় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরী হচ্ছে যমুনা প্রবেশমুখী ফোয়ারা থেকে বাংলামোটরের হোটেল ইন্টারকন্টিনেন্টাল দিকে।
আমরা সারাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনার জুমার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিন। আওয়ামী লীগ সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের এ সমাবেশ চলবে।
- এসআইবি/এটিআর