Logo

রাজনীতি

সংবিধান সংশোধন প্রস্তাবনা নিয়ে নাগরিক কোয়ালিশনের সম্মেলন রোববার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৫, ২১:৪৯

সংবিধান সংশোধন প্রস্তাবনা নিয়ে নাগরিক কোয়ালিশনের সম্মেলন রোববার

নতুন বাংলাদেশের গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রকাঠামো গঠনে নাগরিক সমাজের পক্ষ থেকে সংবিধান সংশোধনের প্রস্তাবনা উপস্থাপন করা হবে আগামীকাল রোববার (১১ মে)। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘নাগরিক কোয়ালিশন’ বেলা ১১টায় এই সম্মেলনের আয়োজন করছে।

শনিবার (১০ মে) নাগরিক কোয়ালিশনের সহ-আহ্বায়ক শহিদুল আলম স্বাক্ষিরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

আয়োজকরা জানিয়েছেন, এখানে গঠিত ‘ঐক্য কমিশন’-এর প্রস্তাবিত সাংবিধানিক সংস্কার ও তার বাস্তবায়ন কাঠামো তুলে ধরা হবে। পাশাপাশি এই প্রস্তাবনাগুলো নিয়ে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানা গেছে।

আয়োজকদের ভাষ্য, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের গণতন্ত্র পুনর্গঠনের প্রয়াসে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ এখন সময়ের দাবি। এ প্রেক্ষিতে নাগরিক সমাজের বিভিন্ন প্ল্যাটফর্মের সমন্বয়ে গঠিত হয়েছে ‘নাগরিক কোয়ালিশন’।

সম্মেলনে অংশ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। উপস্থিত থাকবেন—আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ঐক্য কমিশনের ড. আলী রিয়াজ, প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির সালাহউদ্দিন আহমেদ ও ড. মাহাদী আমিন, এনসিপির নাহিদ ইসলাম ও সারওয়ার তুষার, জামায়াতে ইসলামীর ড. শফিকুল ইসলাম মাসুদ ও মুহাম্মদ সেলিম উদ্দিন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এনডিএম-এর ববি হাজ্জাজ, গণ অধিকার পরিষদের মো. রাশেদ খান, সম্পাদক নুরুল কবির, টিআইবি’র ড. ইফতেখারুজ্জামান ও আন্তর্জাতিক মানবাধিকারকর্মী আইরিন খান।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর