Logo

রাজনীতি

আ.লীগের বিচারের সিদ্ধান্তকে স্বাগত জানাই : সালাউদ্দিন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৫, ১৪:১৮

আ.লীগের বিচারের সিদ্ধান্তকে স্বাগত জানাই : সালাউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, এই সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা আমরা প্রধান উপদেষ্টাকে লিখিতভাবে জানিয়েছিলাম। 

রোববার (১১ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক কোয়ালিশনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সংবিধান সংস্কার নিয়ে এখন অনেক কথা হচ্ছে। সংবিধান বড় হলেই কোন রাষ্ট্র উন্নত সমৃদ্ধ হয় না। সময়ের সাথে সংবিধানে সমাজের চাহিদা অনুযায়ী আমাদের অনেক আইন সংশোধন করার সুযোগ রাখতে হবে। 

তিনি আরও বলেন, বাহাত্তরের সংবিধান ১৭ বার পরিবর্তন হবয়েছে। আমাদের সংবিধান দলীয়করণ করা হয়েছে। তাই আমরা এতগুলো সংস্কার কমিশন করেছি। সংস্কার কমিশনের মাধ্যমে আমরা জাতীয় ঐক্যে পৌঁছাতে পারি। ফ্যাসিবাদ বিরোধী জাতি ঐক্য ধরে রাখতে হবে। আমরা সব বিষয়ে এক মত হতে পারব বিষয়টি এমন নয়। আমরা আলোচনা করতে পারছি এটাই গণতান্ত্রিক সৌন্দর্য। 

এসআইবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর