এনসিপি গণপরিষদ নির্বাচন সমর্থন করে : নাহিদ ইসলাম

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৫, ১৪:২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের দল গণপরিষদ নির্বাচন সমর্থন করে। গণপরিষদ নতুন সংবিধান তৈরী করবে।
রোববার (১১ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে নাগরিক কোয়ালিশনের অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, সংবিধানের মৌলিক সংস্কার করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন। বাহাত্তরের গণপরিষদ নির্বাচন নিয়ে সমালোচনা রয়েছে। আমাদের সংবিধান একজনকে সুবিধা দেওয়ার জন্যও কয়েকবার পরিবর্তন হয়েছে। এমন নজির রয়েছে। একটি গণঅভ্যুত্থানের পরও আমারা নতুন একটি সংবিধান তৈরী করার ঐকমত্যে পৌঁছাতে পারছি না, এটা আমাদের জন্য দুঃখজনক।
এনসিপিপ্রধান বলেন, নতুন সংবিধান তৈরী করতে না পারলে আমাদের নতুন বাংলাদেশ হবে না। আমাদের সংবিধানে দলীয় মূলনীতি রয়েছে। মূলনীতি প্রয়োজন আছে কি না, বিষয়টি এখন আলোচনা রয়েছে।
তিনি আরও বলেন, আমাদের আলোচনার সঙ্গে নির্বাচনের আগানো বা পেছানোর কোনো সম্পর্ক নেই। আমরা মনে করি, প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচনী সময়ের মধ্যে মৌলিক সংস্কার সম্পূর্ণ হবে।
- এসআইবি/এটিআর