আ.লীগ নিষিদ্ধের আড়ালে সাজানো নাটক চলছে : মির্জা আব্বাস

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ মে ২০২৫, ২১:০৮

আওয়ামী লীগ নিষিদ্ধের পেছনে একটি সাজানো নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, একটি অজনপ্রিয় দল কৌশলে বিএনপিকে হেয় করার জন্য এই নাটক সাজিয়েছে।
সোমবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনকে ‘নাটক’ আখ্যা দিয়ে মির্জা আব্বাস বলেন, অপকর্ম ঢাকতে শেখ হাসিনা অতীতেও মানুষের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে এমন কৌশল নিয়েছেন।
ডিএমপির নিষিদ্ধ এলাকায় এনসিপির বিক্ষোভ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, সরকার কি সত্যিই নিরপেক্ষ? না কি অন্য কোনো উদ্দেশ্যে এগুলোকে অনুমতি দিচ্ছে।
তিনি আরও বলেন, নাসির উদ্দিন পিন্টুর মতো হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের ফলেই বিএনপির আজকের অবস্থান। অথচ আজ বিএনপিকেই হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে।
প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে তিনি দেশ ছাড়লেন, অথচ সরকার বলছে তারা কিছু জানে না এটা কি বিশ্বাসযোগ্য।
বিএনপি নেতা অভিযোগ করেন, প্রশাসনে বিএনপি ঘরানার কর্মকর্তাদের সরিয়ে দিয়ে আওয়ামী-জামাত ঘরানার লোকদের বসানো হচ্ছে। দেশের সিদ্ধান্ত গ্রহণে এখন বিদেশি নাগরিকরাও প্রভাব ফেলছে বলে অভিযোগ করেন তিনি।
মানবিক করিডোর ইস্যুতে মির্জা আব্বাস বলেন, বিশ্বে মানবিক করিডোর নামে কিছু নেই। এনসিপি, জামায়াত, চরমোনাই—কেউ এ বিষয়ে কথা বলছে না। বিএনপি ছাড়া সবাই চুপ কেন।
তিনি সরকারের উদ্দেশে বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো করিডোর দেওয়ার অধিকার সরকারের নেই।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ওলামা দলের মাওলানা শাহ মো. নেছারুল হকসহ অনেকে।
সভাপতিত্ব করেন নাসির উদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদের আহ্বায়ক সাইদ হাসান মিন্টু।
এমএএস/এমএইচএস