Logo

রাজনীতি

তারেক রহমান আগামীর রাষ্ট্রনায়ক : মাহমুদ হাসান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৪:৩৮

তারেক রহমান আগামীর রাষ্ট্রনায়ক : মাহমুদ হাসান

বিগত বছরগুলোতে আমরা যাকে ভবিষ্যতের রাষ্ট্রনায়ক হিসেবে চিনে এসেছি, তিনি হচ্ছেন তারেক রহমান। তার নেতৃত্বের ভঙ্গি, চিন্তাধারা ও কৌশলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শই প্রতিফলিত হয়—এমন মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান। 

শুক্রবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভকামনা জানিয়ে তিনি একথা বলেন।

মাহমুদ হাসান বলেন, দলের অভ্যন্তরে কেউ নিয়মভঙ্গ করলে, তারেক রহমানের বক্তব্যেই বোঝা যায়—দলের স্বার্থ ও নীতির প্রশ্নে তিনি কোনো আপস করেন না। এতে তার নেতৃত্বের দৃঢ়তা, আদর্শিক সততা ও স্বচ্ছতা স্পষ্ট হয়ে ওঠে।

তিনি বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে এমন আর কোনো নেতা নেই, যিনি তারেক রহমানের মতো নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধভাবে জাতি ও দলের কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে থাকেন। তার চিন্তা ও পরিকল্পনায় থাকে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রজ্ঞা ও একধরনের পবিত্রতা।

বিবৃতিতে তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি- তারেক রহমান দেশে ফিরলে দুর্নীতি, চাঁদাবাজি, অনৈতিকতা ও ‘গিভ অ্যান্ড টেক’-এর রাজনীতি বন্ধ হবে। প্রতিষ্ঠিত হবে আইনের শাসন ও জনগণের ন্যায়বিচার।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা প্রত্যাশা করি, তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শে অবিচল থেকে দেশের গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষা ও কৃষিসহ প্রতিটি খাতে দায়িত্বশীল নেতৃত্ব দেবেন।

বিবৃতির শেষাংশে মাহমুদ হাসান তারেক রহমানের প্রতি শুভকামনা জানিয়ে বলেন—

‘শত বাধার আঘাতে ফিরে পাবে তা সত্যের দিকদিশা,

পেয়ো নাকো ভয়, হও নির্ভয়, ছড়াও আলোর দিশা।’

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর