Logo

রাজনীতি

ঝটিকা মিছিলে আ.লীগের নয়া কৌশল

নুর মোহাম্মদ মিঠু

নুর মোহাম্মদ মিঠু

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৯:৫৩

ঝটিকা মিছিলে আ.লীগের নয়া কৌশল

ছবি : বাংলাদেশের খবর

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর কড়া নির্দেশনার পরও পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাজধানীতে ঝটিকা মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

তবে এবার নতুন কৌশল অবলম্বন করেছে দলটি। দলটির মিছিল ঠেকাতে পুলিশের ওপর যখন স্বরাষ্ট্র উপদেষ্টার চাপ রয়েছে, তখন ধড়পাকড় এড়াতে কিংবা মিছিল সম্পন্ন করতে এক এলাকায় জড়ো হয়ে অন্য এলাকায় মিছিল বের করছে দলটির নেতাকর্মীরা।

আজ রোববার দুপুরে এইকভাবে গুলিস্তানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল বের করার প্রস্তুতি নেয় দলটির নেতাকর্মীরা। এসময় তারা বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে অবস্থান করলেও সাধা পোশাকে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরাও গোপনে অবস্থান নেয় তাদের মিছিল ঠেকাতে। দুপুরের পর থেকেই দলটির নেতাকর্মীরা কার্যালয়ের সামনে এসে ছবি ও ভিডিও করে নিয়ে যায়। 

বিকেল চারটার দিকে ছবি তোলার সময় আকস্মিক সাধা পোশাকধারী পুলিশ ও লাঠিশোডা হাতে বিএনপির নেতাকর্মীরা চারদিকে ধাওয়া দেয়। ধাওয়ায় বিচ্ছিন্নভাবে জড়ো হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা পালাতে সক্ষম হলেও একজনকে আটক করে পুলিশ। আটকের পর হাতকড়া পড়িয়ে মোটরসাইকেলে করে পুলিশ তাকে নিয়ে যায়। তবে কোন থানায় নেয়া হয়েছে তা বলতে পারেননি কেউ।

 ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে ১১ জনকে আটক করেছে তারা।

জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বাংলাদেশের খবরকে বলেন, ঘটনাটি আমরা জেনেছি। তারা বিচ্ছিন্নভাবে মিছিলের চেষ্টা করেছে। মতিঝিলসহ বিভিন্ন এলাকা থেকে ১৫-১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


এদিকে বিকাল চারটার দিকে গুলিস্থান পার্টি অফিসের সামনে যখন ধাওয়া দেয়া হয়, ঠিক তখনই ধানমন্ডি ২৭ নম্বর, মালিবাগ মোড় থেকে খিলগাঁও রেলগেটসহ একাধিকস্থানে মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। প্রতিটি মিছিলে নেতাকর্মীর সংখ্যা ছিল ১০-১৫ জন। মিছিলে তাদের স্লোগান দিতে দেখা যায়, অবৈধ সরকার মানি না মানব না। পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা। তবে সেখান থেকে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বাংলাদেশের খবরকে বলেন, ধানমন্ডি সোবহানবাগ মসজিদ থেকে ২৭ নম্বরের দিকে শেরে বাংলা থানাধীন। তবে ১০-১২ জনের একটি ঝটিকা মিছিলের খবর আমিও জেনেছি। তারা খুব অল্প সময়ের মধ্যে খুব ছোট পরিসরের একটি মিছিল করেছে। আপনি শেরে বাংলা নগর থানার ওসির সঙ্গে কথা বলতে পারেন।

এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম বাংলাদেশের খবরকে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করেছে, বিষয়টি আমরা জেনেছি।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) নজরুল ইসলাম বাংলাদেশের খবরকে জানান, আমরা ইতোমধ্যে মিছিলে অংশগ্রহণ করা বেশকজনকে গ্রেপ্তার করেছি। বাকিদেরও গ্রেপ্তার করা হবে। 

তিনি আরও বলেন, তারা একদিকে জড়ো হওয়ার চেষ্টা করছে, অন্যদিকে মিছিল বের করছে। তারা আমাদের দৃষ্টি ঘুরিয়ে মিছিল বের করতে চায়। তবে পারবে না। আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর