Logo

রাজনীতি

ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

মানবিক করিডর ও বন্দর লিজ দেওয়ার এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ২০:২৯

মানবিক করিডর ও বন্দর লিজ দেওয়ার এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের

মিয়ানমারের রাখাইনে ‘মানবিক করিডর’ প্রতিষ্ঠা এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ। সংগঠনটির দাবি, অন্তর্বর্তী সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো সাংবিধানিক এখতিয়ার নেই।

সোমবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত জরুরি রাষ্ট্রীয় সংস্কার এবং গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা। সেই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া। কিন্তু এসব কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকলেও সরকার এখন এমন সব সিদ্ধান্ত নিচ্ছে, যা জাতীয় স্বার্থের পরিপন্থি।’

বিবৃতিতে তিনি বলেন, ‘রাখাইনে করিডর স্থাপন এবং দেশের নিজস্ব সক্ষমতা ও লাভজনকতা থাকা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরের একটি গুরুত্বপূর্ণ অংশ বিদেশি কোম্পানিকে লিজ দেওয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থি। এসব সিদ্ধান্ত দেশপ্রেমিক জনগণ কোনোভাবেই মেনে নিতে পারে না।’

মোহাম্মদ আবুল কাশেম সরকারের উদ্দেশে বলেন, ‘বন্দর বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। একই সঙ্গে দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।’

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর