নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৫, ১১:৩৩
-682d65c03df29.jpg)
নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
মঙ্গলবার (২০ মে) রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটি।
গত রাতের সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকাই দায়ী বলে আমরা মনে করি।
নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণের কারণে এনসিপি ইসির ওপর ভরসা রাখতে পারছে না বলেও জানান এনসিপি নেতারা। ফলে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানানো হয়।
এদিকে, এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে সামনে।
কয়েক স্তরে ব্যারিকেড দিয়ে সেখানে নিরাপত্তা বেষ্টনি তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয়েছে পুলিশ ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
ডিআর/বিএইচ