Logo

রাজনীতি

রায়ের জন্য ইশরাক সমর্থকদের অবস্থান, মৎস্যভবন-কাকরাইলে যান চলাচল বন্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১৩:০১

রায়ের জন্য ইশরাক সমর্থকদের অবস্থান, মৎস্যভবন-কাকরাইলে যান চলাচল বন্ধ

ছবি : বাংলাদেশের খবর

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা। বুধবার (২১ মে) সকাল থেকে রাজধানীর মৎস্যভবন, কাকরাইল মসজিদ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সড়কে অবস্থান নেন তারা। একইসঙ্গে ডিএসসিসির নগর ভবনের সামনেও অবস্থান নিয়েছেন ইশরাকের অনুসারীরা। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সপ্তম দিনের মতো আন্দোলনে নেমেছেন ইশরাক সমর্থকেরা। সকাল সাড়ে ৯টার দিকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে তারা নগর ভবনের সামনে জড়ো হন। এতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ডিএসসিসির প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

সকাল ১০টার দিকে ইশরাকের অনুসারীদের একটি দল মিছিল নিয়ে মৎস্যভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় তারা ‘ইশরাককে দায়িত্ব দাও’, ‘আসিফের পদত্যাগ চাই’, ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না’ ইত্যাদি স্লোগান দেন। অবস্থানকারীদের কারণে মৎস্যভবন-কাকরাইল এলাকা পুরোপুরি যান চলাচলশূন্য হয়ে পড়ে।

লালবাগ থেকে আসা আন্দোলনকারী গোলাম কাদের বলেন, ‘ইশরাক ভাই জনগণের রায়ে নির্বাচিত। তাকে দায়িত্ব না দিয়ে অবিচার করা হচ্ছে। আজ হাইকোর্টে রিটের আদেশ হওয়ার কথা, সেই রায় পর্যন্ত এখানেই থাকব।’

আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সচিব মশিউর রহমান। তিনি বলেন, ‘২০২০ সালের নির্বাচনে জনগণ ইশরাক হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করেছিল। পরে রাজনৈতিক চাপে শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী দেখিয়ে ফল ঘোষণা করা হয়। এখন নির্বাচন কমিশন নিজেই সেই ফল বাতিল করে ইশরাককে বিজয়ী ঘোষণা করেছে। অথচ স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো তাকে শপথ পড়াচ্ছে না। আমরা এর প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।’

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইশরাক হোসেন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর