-(19)-682f11df1aca0.jpg)
ছবি : সংগৃহীত
৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা করেন।
তিনি বলেন, সরকারের পদক্ষেপ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, বুধবার সকাল থেকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কাকরাইলে অবস্থান নেন তার সমর্থকরা। তারা সারারাত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ সময় বিএনপি নেতাকর্মীরা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি করে বিভিন্ন স্লোগান দেন। একইসঙ্গে দুই উপদেষ্টার পদত্যাগও দাবি করছেন তারা।
যমুনারে যমুনা আমরা কিন্তু যাব না, এই মাত্র খবর এলো ইশরাক ভাই মেয়র হলো, এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার, দফা এক দাবি এক নির্বাচিত সরকার, যামুনারে যমুনা, শপথ ছাড়া যাব না- বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
এনএমএম/এমআই