-68367975f01a3.jpg)
রাজধানীর নয়াপল্টনে আজ (বুধবার, ২৮ মে) ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ করবে বিএনপির তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশ ঘিরে ওই এলাকায় জনসমাগম ও যানজটের আশঙ্কা করা হচ্ছে। এ কারণে নয়াপল্টন ও এর আশপাশের সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিএনপির অঙ্গসংগঠনের নেতারা জানিয়েছেন, সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী দাবি করেছেন, ‘আমরা আশা করছি সমাবেশে অন্তত ১৫ লাখ মানুষের সমাগম হবে।’
এর ফলে নয়াপল্টন ছাড়াও কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, বিজয়নগর, পল্টন, ফকিরাপুল ও মতিঝিল এলাকায় যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ নেতা সমাবেশে উপস্থিত থাকবেন।
বিএনপির তিনটি অঙ্গসংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে মে মাসজুড়ে তারা দেশব্যাপী কর্মসূচি চালিয়ে আসছেন। ইতোমধ্যে চারটি বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজকের ঢাকার এই আয়োজনই সেই ধারাবাহিক কর্মসূচির শেষ পর্ব।
- এটিআর