Logo

রাজনীতি

‘কলম’ প্রতীকে নিবন্ধনের জন্য ইসিতে জাগ্রত পার্টির আবেদন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৫:৩৮

‘কলম’ প্রতীকে নিবন্ধনের জন্য ইসিতে জাগ্রত পার্টির আবেদন

ইসিতে আবেদনপত্র জমা দেন জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান

পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ায় অংশ নিতে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদনপত্র জমা দিয়েছে ‘বাংলাদেশ জাগ্রত পার্টি’। দলটি ‘কলম’ প্রতীক বরাদ্দ চেয়ে আবেদন করেছে।

রোববার (১ জুন) নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণ করে আবেদনপত্র জমা দেন জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান। তিনি নির্বাচন কমিশন সচিব বরাবর লিখিত আবেদনটি কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার হাতে তুলে দেন।

আবেদনপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব এডভোকেট রানী আক্তার, আনজুমান আরা শিল্পী, মুখপাত্র ও দপ্তর সম্পাদক কাজী শামসুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মোজাককের বারী, জাবেদ ইকবাল, সাইফুল ইসলামসহ আরও অনেকে।

দলের মুখপাত্র কাজী শামসুল ইসলামের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ২৮ নভেম্বর ‘ফ্যাসিবাদের পতন’ ও ‘জুলাই বিপ্লব’-এর পটভূমিতে রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে ‘পরিচ্ছন্ন ও তারুণ্যের বাংলাদেশ’ গড়ার অঙ্গীকারে জাগ্রত পার্টির যাত্রা শুরু হয়। স্বল্প সময়ের মধ্যেই দলটি দেশব্যাপী জেলা, উপজেলা ও পৌর-মহানগর পর্যায়ে সংগঠন গড়ে তোলে।

বাংলাদেশ জাগ্রত পার্টির নেতারা জানান, তারা রাষ্ট্র সংস্কার ও বিচারকেন্দ্রিক রাজনৈতিক রূপরেখা বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়ে তবেই নির্বাচন অনুষ্ঠানে আগ্রহী। এ লক্ষ্যেই তারা নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন। 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন জাগ্রত পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর