Logo

রাজনীতি

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

সোহরাওয়ার্দীতে নেতাকর্মীদের স্রোত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১০:২৪

সোহরাওয়ার্দীতে নেতাকর্মীদের স্রোত

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ (শনিবার, ২৮ জুন) সকাল ১০টা থেকে শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। এ দিন বাদ ফজর থেকেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হতে শুরু করে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ দেশের নানা প্রান্ত থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামছে উদ্যানে। রাস্তায়, মাঠে, আশপাশের এলাকাতেও চলছে ব্যাপক জনসমাগম।

‘সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন’ আয়োজনের দাবিতে আয়োজিত এ মহাসমাবেশে সভাপতিত্ব করবেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সকাল ১০টা থেকে প্রাথমিক কার্যক্রম শুরু হলেও দুপুর ২টা থেকে শুরু হবে সমাবেশের মূল পর্ব।

মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শুক্রবার সমাবেশস্থল পরিদর্শন শেষে জানান, সারাদেশ থেকে কয়েক হাজার বাস, ট্রেন ও লঞ্চযোগে লাখো মানুষের সমাগম ঘটবে এই সমাবেশে। সেই পূর্বাভাসই যেন আজ বাস্তবে রূপ নিচ্ছে।

দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আগামী রাজনীতিতে এই সমাবেশ একটি নতুন বার্তা দেবে। জনগণের প্রত্যাশা ও ইসলামী আন্দোলনের রূপরেখা আজ জনতার সামনে তুলে ধরা হবে।

সমাবেশ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আশপাশের এলাকায় যান চলাচলও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

দলটির দাবি, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা গড়তে হলে নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও প্রশাসনিক কাঠামোয় আমূল সংস্কার প্রয়োজন। সেই দাবি নিয়েই লাখো মানুষের সামনে নিজেদের অবস্থান তুলে ধরবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর