ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে ছুরিসহ আটক ১

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৫:৩২

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে সমাবেশে উপস্থিত লোকজন তাকে আটক করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি জানান, সমাবেশ চলাকালে ছুরিসহ এক ছিনতাইকারীকে আটক করে জনগণ। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এর আগে, সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর একে একে বক্তব্য রাখেন দেশের বিভিন্ন জেলা ও মহানগরের নেতারা। দুপুর ২টা থেকে সমাবেশের মূল পর্ব চলছে।
দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আগামী রাজনীতিতে এই সমাবেশ একটি নতুন বার্তা দেবে। জনগণের প্রত্যাশা ও ইসলামী আন্দোলনের রূপরেখা আজ জনতার সামনে তুলে ধরা হবে।
সমাবেশ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আশপাশের এলাকায় যান চলাচলও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
- এনএমএম/এটিআর