সংখ্যানুপাতিক ভোটে বিভাজন বাড়তে পারে : তারেক রহমান

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ২১:০৬
-6863f982b5513.jpg)
বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাতিক নির্বাচনি ব্যবস্থা বিভক্তি ও অস্থিরতার জন্ম দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘এ ধরনের পদ্ধতি জাতীয় ঐক্যের বদলে বিভাজন তৈরি করতে পারে এবং অস্থিতিশীল সরকার ব্যবস্থার দিকে ঠেলে দিতে পারে।’
মঙ্গলবার (১ জুলাই) ঢাকায় বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবার সম্মাননা অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘অনেক রাজনৈতিক দল নিজেদের মতো করে সংস্কার প্রস্তাব দিচ্ছে। এটি গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ। কিন্তু এসব প্রস্তাব বাস্তবতা ও দেশের সামাজিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা গুরুত্ব দিয়ে ভাবতে হবে।’
তিনি আরও বলেন, ‘সংখ্যানুপাতিক নির্বাচনি ব্যবস্থার আড়ালে দেশে আবারও ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে কি না, তা নিয়ে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র রক্ষায় জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।’
সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নতুন নতুন ইস্যুর পেছনে না ছুটে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করাই এখন মূল দায়িত্ব হওয়া উচিত।’
প্রসঙ্গত, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কমিউনিস্ট পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনি ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে। তবে বিএনপি এখনো প্রচলিত সংসদীয় পদ্ধতিকে সমর্থন করে যাচ্ছে এবং আনুপাতিক ব্যবস্থাকে দেশের জন্য অনুপযুক্ত বলেই মনে করছে।