Logo

রাজনীতি

যেনতেন কোনো নির্বাচন চাই না : জামায়াত আমির

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৯:৫১

যেনতেন কোনো নির্বাচন চাই না : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই। এ ধরনের রক্ত যেন বারবার দিতে না হয়; আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর সেটা নির্ভর করবে। তাই আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না।

শনিবার (৫ জুলাই) সকালে ফেনীতে একটি সম্মেলনে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এর আগে কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, আলেখারচর বিশ্বরোড এবং চৌদ্দগ্রামে পথসভায়ও বক্তব্য দেন ডা. শফিকুর। 

তিনি বলেন, দেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে। তবে মেঘ যতই ঘন হোক, সূর্যকে আটকে রাখতে পারবে না। বাংলাদেশে মুক্তির সূর্য উঠবেই ইন শা আল্লাহ।

ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে জামায়াতপ্রধান আরও বলেন, নতুন-পুরাতন বুঝি না, আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সে লড়াইয়ে কোরআন বুকে নিয়ে আমরাই জিতব ইন শা আল্লাহ।

  • ডিআর/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর