Logo

রাজনীতি

আনারস প্রতীক চেয়ে সিইসির সঙ্গে আমজনগণ পার্টির সাক্ষাৎ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৮:০১

আনারস প্রতীক চেয়ে সিইসির সঙ্গে আমজনগণ পার্টির সাক্ষাৎ

ছবি : বাংলাদেশের খবর

আনারস প্রতীক বরাদ্দের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আমজনগণ পার্টির একটি প্রতিনিধি দল। 

সোমবার (৭ জুলাই) নির্বাচন কমিশনে দলের আহ্বায়ক মো. রফিকুল আমীনের নেতৃত্বে এই প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে মো. রফিকুল আমীন সাংবাদিকদের বলেন, আমরা ‘আনারস’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি। আমাদের দলের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা নির্বাচন কমিশনের সব নিয়ম মেনে আবেদন করেছি। আশা করছি, আমাদের দল নিবন্ধন পাবে।

তিনি আরও বলেন, আমরা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। চাই একটি উৎসবমুখর, সবার অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন হোক। আমরা নতুন প্রজন্মের নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চাই। সিইসির সঙ্গে আলোচনা শেষে আমাদের মনে হয়েছে, আগামী নির্বাচন হবে দেশের গত ৫৩ বছরের মধ্যে সবচেয়ে স্মরণীয় ও গ্রহণযোগ্য একটি নির্বাচন। যেখানে মানুষ নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে। এ বিষয়ে সিইসির কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছি।

সাক্ষাৎকালে আমজনগণ পার্টির সদস্যসচিব ফাতিমা তাসনিমসহ দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর