ইসলামী আন্দোলন
পিআর নিয়ে জাতীয় ঐক্য গঠনে ১২ জুলাইয়ের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৪:২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা নিয়ে সচেতনতা বৃদ্ধি ও জাতীয় ঐকমত্য গড়তে ১২ জুলাই ঢাকায় এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি মনে করে, এই গোলটেবিল বৈঠক পিআরভিত্তিক নির্বাচনী ব্যবস্থার পক্ষে জাতীয় ঐক্য গঠনের প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে।
মঙ্গলবার (৮ জুলাই) দলের কেন্দ্রীয় বৈঠক শেষে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ এক বিবৃতিতে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মতো একটি গৌরবোজ্জ্বল আন্দোলনের পরও গত ছয় মাসে ৫২৯টি রাজনৈতিক সহিংসতায় ৭৯ জন নিহত ও প্রায় চার হাজার মানুষ আহত হওয়া প্রমাণ করে—আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক কোনো পরিবর্তন আসেনি।
তিনি বলেন, এইচআরএসএসের রিপোর্ট অনুযায়ী, এসব সহিংসতার মধ্যে ৪৪৫টি ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের ফলে। এটি আগামী নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে আমাদের উদ্বিগ্ন করে তোলে।
মাওলানা ইউনুস আহমদ আরও বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি সুস্থ করতে এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন নিশ্চিত করতে পিআর পদ্ধতি নিয়ে জনগণের মধ্যে ইতোমধ্যে সচেতনতা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ বিষয়ে একটি মৌলিক ঐকমত্য গড়ে উঠছে। তবে এই পদ্ধতি দেশে আগে বাস্তবায়িত না হওয়ায় কিছু প্রয়োগিক প্রশ্ন রয়েছে, যেগুলোর উত্তর খুঁজতেই ১২ জুলাই ঢাকায় এই গোলটেবিল বৈঠকের আয়োজন।
বিজয় নগরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিতব্য এই গোলটেবিল বৈঠকে দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী, শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্য অংশীজনেরা অংশ নেবেন। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
- এএইচএস/এটিআর