‘বাবা আর আসবে না’? হাসপাতালে অপেক্ষায় ক্যানসার আক্রান্ত জুবায়ের

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৭:২৫

ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি কেবিনের বিছানায় শুয়ে আছে ব্লাড ক্যানসারে আক্রান্ত কিশোর জুবায়ের। বাবাকে দেখার জন্য মুখ তুলে বারবার তাকাচ্ছিল দরজার দিকে। কিন্তু সেই দরজা দিয়ে আর কখনও আসবে না বাবা জহুরুল হক। কারণ, হাসপাতালে যাওয়ার পথেই জীবন থেমে গেছে জুবায়ের বাবার।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর বকশীবাজার মোড়ে দুটি বাসের পাল্লাপাল্লির মধ্যে পড়ে গুরুতর আহত হন সেলিম (৫২)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত সেলিম পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। তার দুই ছেলের মধ্যে বড় ছেলে জুবায়ের প্রায় আট মাস ধরে ব্লাড ক্যানসারে ভুগছে। ছেলের চিকিৎসার জন্য সেলিম ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকছিলেন। ছেলের সেবায় দিনরাত খেটে যাচ্ছিলেন এই পিতা।
সেলিমের স্ত্রীর বোন সিনথিয়া বেগম বলেন, “ভাইয়া ছেলেকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় দুইটি বাস বেপরোয়া গতিতে পাল্লা দিচ্ছিল। তখনই একটার ধাক্কায় তিনি পড়ে যান। ডান হাত ভেঙে যায়। হাসপাতালে প্লাস্টার করে দিয়ে বাসায় পাঠানো হয়। কিন্তু বাসায় ফেরার পথেই তিনি অসুস্থ হয়ে পড়েন, পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।”
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আখতারুজ্জামান বলেন, “মৌমিতা পরিবহনের দুই বাসের পাল্লায় একজন পথচারী নিহত হয়েছেন। দুই চালককে আটক করে আদালতে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।”
এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা জুবায়ের এখনও জানে না, যে মানুষটি প্রতিদিন ওষুধ আর সাহস নিয়ে ছুটে আসতেন, সেই মানুষটি আর কখনও আসবেন না।
এমএনএম/এএ