‘জাতীয় সমাবেশ’ সফল করতে ডিএমপিতে জামায়াতের প্রতিনিধি দল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১২:৩৯
---2025-07-10T123331-686f60265cec8.jpg)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নে ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সঙ্গে বৈঠক করেছে দলটির একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ডিএমপি কার্যালয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে সমাবেশস্থলের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় সমাবেশ সফল করতে পুলিশের পূর্ণ সহযোগিতা কামনা করেন জামায়াত নেতারা।
বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা।
প্রতিনিধি দলে আরও ছিলেন-কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।
- এএইচএস/এমআই