Logo

রাজনীতি

হত্যা-সহিংসতা

দ্রুত বিচার ও জানমালের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার দাবি বাজপের

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৪:২৯

দ্রুত বিচার ও জানমালের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার দাবি বাজপের

ছবি : সংগৃহীত

সম্প্রতি ঢাকা, খুলনা ও চাঁদপুরে একাধিক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশে জাগ্রত পার্টি (বাজপ)।জপ)।

শনিবার (১২ জুলাই) এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান প্রকৌশলী মো. ইকরামুল হক খান সহিংসতা-হত্যাকাণ্ড রোধে দেশের সচেতন মানুষদের প্রতি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিবৃতিতে বাংলাদেশ জাগ্রত পার্টির ইকরামুল হক বলেন, ঢাকার মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে যুবদল কর্মী মঈন ও তার সহযোগীরা পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করেছে। এ ঘটনা আবারও প্রমাণ করে রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে।

তিনি বলেন, খুলনায় বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবকে গুলি করে ও রগ কেটে হত্যা করা হয়েছে। আর চাঁদপুরে জুমার নামাজ শেষে মসজিদের ইমাম মাওলানা নূরুর রহমানকে ধর্ম অবমাননার অভিযোগে কুপিয়ে জখম করেছেন এক ব্যক্তি। এই ঘটনাগুলো সাম্প্রতিক সহিংসতা ও উগ্রতার উদ্বেগজনক মাত্রা নির্দেশ করে।

এদিকে বাজপের নেতৃবৃন্দ অবিলম্বে এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। 

নেতারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্ত্রাস ও অপরাধের জায়গা তৈরি হওয়া রোধ করতে হবে।

ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে এই ধরনের বর্বরতা বন্ধ হবে না বলে মনে করে বাংলাদেশ জাগ্রত পার্টি।

ডিআর/এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর