নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৩:৫১

জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। ছবি : বাংলাদেশের খবর
নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে বলে জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
রোববার (১৩ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। ইসি এখন একটি দলের মুখপাত্র হয়ে কাজ করছে। এ ইসিতে যারা ভালো কাজ করছেন, তাদের রেখে নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে।
দলীয় প্রতীক হিসাবে শাপলার বিষয়ে তিনি বলেন, শাপলা ছাড়া আমাদের বিকল্প অপশন নেই। যদি সেটা না দেওয়া হয়, তার যৌক্তিক ব্যাখ্যা জনগণকে দিতে হবে। না হলে আমরা জনগণকে নিয়ে রাজনৈতিকভাবে বিষয়টি মোকাবিলা করব।
দলটির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বলেন, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, তাই নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক তফসিলে থাকতে পারে না। তাই গত তফসিল সংশোধনের জন্য যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি, সেখান থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার আইনি ভিত্তি আমরা ইসির কাছে তুলে ধরেছি। সিইসি বলেছেন, তারা বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন।
এর আগে সকাল ১১টায় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠকে বসেন।
এসআইবি/এমবি