• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
বিকল্পধারার বিকল্প আসছে

লোগো বিকল্পধারার

রাজনীতি

বিকল্পধারার বিকল্প আসছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০১৮

বিকল্পধারার বিকল্প আসছে এবার। ভেঙে যাচ্ছে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ। আজ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আসছে বিকল্পধারার বিকল্প।

খোঁজ নিয়ে জানা গেছে, দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে যোগ না দেওয়ার পরিপ্রেক্ষিতে এ ভাঙনের সুর বেজে উঠছে। গত শনিবার জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশের পর থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা দফায় দফায় বৈঠক করেন। বৈঠকে বেশিরভাগ নেতা জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত থেকে আন্দোলন-সংগ্রাম করার পক্ষে রয়েছেন। ফলে দলের শীর্ষ দুই নেতাকে বহিষ্কারের কোনো বিকল্প দেখছে না বিকল্পধারা বাংলাদেশ।

দলীয় সূত্রে জানা গেছে, যেকোনো সময় দলটির প্রতিষ্ঠাতা সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানকে দল থেকে বহিষ্কারের ঘোষণা আসতে পারে। পরে দলটির ৭১ সদস্যের একটি কমিটি আত্মপ্রকাশ করবে। নতুন এ বিকল্পধারার সভাপতি হতে পারেন বর্তমান দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য নূরুল আমীন বেপারি। মহাসচিব হচ্ছেন আহমেদ বাদল ও যুগ্ম মহাসচিব হচ্ছেন জানে আলম। বিকল্পধারার বিকল্পরা জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেই থাকবে।

নতুন নেতৃত্বে যারা আসছেন তারা অভিযোগ করে সাংবাদিকদের বলেছেন, নিজ দল বিএনপি থেকে বহিষ্কৃত ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বিএনপির আরেক নেতা মেজর (অব.) আবদুল মান্নানকে নিয়ে গড়ে তোলেন বিকল্পধারা বাংলাদেশ। প্রতীক হিসেবে বেছে নেয় কুলা। দল প্রতিষ্ঠার এই ১৪ বছরে দলটিতে কোনো কাউন্সিল হয়নি।

বি. চৌধুরীর সঙ্গে ন্যাপ ও এনডিপির নেতাদের বৈঠক : গতকাল বৃহস্পতিবার বিকালে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবন মায়াবিতে রুদ্ধদ্বার বৈঠক করছেন ২০ দলীয় জোট ছেড়ে আসা বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপ প্রেসিডিয়াম সদস্য মনির এনায়েত মল্লিক, ব্যারিস্টার মশিউর রহমান গানি, ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী, ঢাকা মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বলেন, নতুন জোট গঠনের চিন্তাভাবনা করছে বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি।

সংবাদ সম্মেলনে আরো কথা বলেন ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা।

পূজামণ্ডপে বি. চৌধুরী : বি. চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠক শেষে বি. চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে তার বারিধারার বাসভবন থেকে বের হন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads