Logo

রাজনীতি

শাপলার পর এবার ‘মোবাইল’ ও ‘কলম’ প্রতীক নিয়ে ৩ দলের কাড়াকাড়ি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২১:৫৫

শাপলার পর এবার ‘মোবাইল’ ও ‘কলম’ প্রতীক নিয়ে ৩ দলের কাড়াকাড়ি

নিবন্ধনের জন্য অপেক্ষমাণ রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতীক নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। শাপলা প্রতীক বাতিলের পর এবার ‘মোবাইল’ ও ‘কলম’ প্রতীক নিয়ে শুরু হয়েছে কাড়াকাড়ি। নির্বাচন কমিশন (ইসি) এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গত ২২ জুন নির্বাচন কমিশনে জমা দেওয়া নিবন্ধন আবেদনে শাপলা, মোবাইল ও কলম—এই তিনটি প্রতীক চেয়েছে। এর আগে ১৭ জুন নাগরিক ঐক্যও শাপলা প্রতীক দাবি করে। ফলে দুই দলের মধ্যে শাপলা প্রতীক নিয়ে বিরোধ প্রকাশ্যে আসে এবং তারা একাধিকবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে।

শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়, শাপলা প্রতীকটি নির্বাচন বিধিমালার তফসিল থেকে বাদ দেওয়া হবে। ফলে এই প্রতীক আর কোনো দল পাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় কমিশন।

তবে ইসির খসড়া তফসিলে মোবাইল ও কলম প্রতীক অন্তর্ভুক্ত রাখা হয়েছে, যা নিয়ে নতুন করে বিরোধ তৈরি হয়েছে। এই দুই প্রতীককে নিজেদের দাবি করে ‘জনস্বার্থে বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ জাগ্রত পার্টি’ ইসিতে চিঠি দিয়েছে।

‘জনস্বার্থে বাংলাদেশ’ দলের প্রেসিডেন্ট মো. বাবুল হোসেন ইসি সচিবের কাছে দেওয়া চিঠিতে দাবি করেন, মোবাইল প্রতীক নিয়ে তারা বহুদিন ধরে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। ২০২২ সালের ৩০ অক্টোবর নিবন্ধনের আবেদন করার সময়ও মোবাইল প্রতীক চাওয়া হয়। তিনি বলেন, গণমাধ্যমে জানতে পেরেছেন, এনসিপিকে মোবাইল প্রতীক বরাদ্দ দেওয়া হতে পারে। এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য ইসিকে আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ জাগ্রত পার্টির দাবি, ‘কলম’ প্রতীকের একমাত্র ও অগ্রাধিকার দাবিদার তারাই। দলটির মুখপাত্র কাজী শামসুল ইসলাম জানান, ২০২৪ সালের ২৮ নভেম্বর দলটি আত্মপ্রকাশের সময় থেকেই ‘কলম’ প্রতীককে কেন্দ্র করে তাদের রেজ্যুলেশন, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, ২৮ ফেব্রুয়ারি তারা কলম প্রতীকের জন্য ইসিতে আবেদন করেছেন। তখন অনেক রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনই করেনি। তাই কলম প্রতীকের নৈতিক দাবিদার একমাত্র বাংলাদেশ জাগ্রত পার্টি।

তবে প্রতীক বরাদ্দ সংক্রান্ত বিষয়ে ইসি এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি।

ইসি সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে প্রতীক বরাদ্দের আগে কমিশনের উচ্চপর্যায়ে আলোচনা হবে। তারপরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর