৪৩ হাজার পৃষ্ঠার আবেদনেও নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ এনসিপি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৭:০৪
-687635bcb9351.jpg)
ফাইল ছবি (সংগৃহীত)
নিবন্ধনের জন্য বিশাল পরিসরে আবেদন করেও নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুধু এনসিপি নয়, নিবন্ধনের আবেদন করা ১৪৪টি নতুন রাজনৈতিক দলের কেউই প্রাথমিকভাবে কমিশনের নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি।
মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সাংবাদিকদের জানান, এসব দলকে আরও সময় দেওয়া হচ্ছে। প্রথম ধাপে ৬২টি দলকে ঘাটতি পূরণের জন্য চিঠি পাঠানো হবে। বাকি ৮২টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেওয়া হবে।
এনসিপি গত ২২ জুন, আবেদনপত্র জমার শেষ দিনে, ‘শাপলা’ প্রতীক চেয়ে ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার বিশাল আবেদন জমা দেয়।
আবেদন শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা নিবন্ধনের জন্য ১০০টি উপজেলা এবং ২৫টি জেলা কমিটির শর্ত পূরণ করেছি। দলীয় নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করেছেন। আশা করছি খুব শিগগিরই আমরা নিবন্ধন পাব এবং ভবিষ্যতে সরকার গঠনের সক্ষমতা অর্জন করব, ইনশাআল্লাহ।’
তবে দলটি কেন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি, তা জানতে দলের নিবন্ধন কমিটির সদস্য জহিরুল ইসলাম মূসার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ইসির একাধিক সূত্র জানিয়েছে, আবেদনপত্রের আকার বিশাল হলেও অনেক ক্ষেত্রেই নির্ধারিত তথ্য, কাঠামো ও বৈধতা যাচাইয়ে ঘাটতি থাকায় দলগুলোকে আরও তথ্য জমা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত শর্তের মধ্যে রয়েছে—কমপক্ষে ১০০টি উপজেলা বা মহানগর এলাকায় কার্যকর কমিটি, অন্তত ২০০ ভোটারের স্বাক্ষরসহ সদস্য তালিকা, দলীয় গঠনতন্ত্র ও আর্থিক বিবরণীসহ নির্দিষ্ট ফরম্যাটে আবেদন।
এসআইবি/এমএইচএস