Logo

রাজনীতি

জামায়াত আমির

দ্রুত পদক্ষেপ নিন অন্যথায় পূর্ণ দায় সরকারের ওপরেই বর্তাবে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৭:১৩

দ্রুত পদক্ষেপ নিন অন্যথায় পূর্ণ দায় সরকারের ওপরেই বর্তাবে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

অতি দ্রুত প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করুন অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরেই বর্তাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

বুধবার (১৬ জুলাই) তার ফেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছেন।

তিনি লেখেন, গোপালগঞ্জে কী হচ্ছে? গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতদূর জানতে পেরেছি, এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ-আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার।

জামায়াত আমির লেখেন, কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতিই লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরেই বর্তাবে।

তিনি আরও লেখেন, আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সকল ধরনের উচ্ছৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং শান্তিপ্রিয়, ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ সত্য ও ন্যায়ের পক্ষে তার সাহায্য প্রেরণ করুন। আমিন।

  • এমআই

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর