Logo

রাজনীতি

‘হামলার প্রতিবাদে’ মশাল মিছিল করবে এনসিপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৯:৪৫

‘হামলার প্রতিবাদে’ মশাল মিছিল করবে এনসিপি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদে মশাল মিছিল করবে দলটি। বুধবার (১৬ জুলাই) রাত ৮টায় রাজধানীর বাংলামোটরে দললের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। 

গণমাধ্যমে এনসিপির পাঠানো এক ক্ষুদ বার্তায় এ তথ্য জানানো হয়েছে। মশাল মিছিলটির আয়োজন করছে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। 

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার মাধ্যমে গোপালগঞ্জে গণতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রম রুদ্ধ করার অপচেষ্টা চলছে। ‘আওয়ামী সন্ত্রাসীদের চালানো এই হামলা’ গণতন্ত্র ও জনগণের কণ্ঠরোধেরই অংশ।

উল্লেখ্য, জুলাই মাসজুড়ে ‘জুলাই অভ্যুত্থান’ স্মরণে এনসিপি দেশের বিভিন্ন জেলায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। তার অংশ হিসেবে গোলাপগঞ্জে ছিল সমাবেশ ছিল দলটির। এই সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে সরকার। বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ ‍জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবত থাকবে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর